ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রী দেশকে মিসকিন অপবাদ থেকে রক্ষা করেছেন : মতিয়া

প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে এখন ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। এক সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে লোক গেলে তাদের বলা হতো ‘আল মিসকিন ওয়াল বাংলাদেশ’ অর্থাৎ বাংলাদেশ থেকে মিসকিন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মিসকিনের দেশের অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আমরা এখন সারা পৃথিবীর স্বীকৃতি পাচ্ছি।

সোমবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণকালে এক সমাবেশে মতিয়া চৌধুরী একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আইনের শাসন কাকে বলে পৃথিবী শেখ হাসিনার কাছ থেকে তা শিখছে। দেশ স্বাধীন হওয়ার ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যে কারণে এখন  আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জজদের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।

এসময় তার সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী বাঘবেড়, নন্নী, রাজনগর ও পোড়াগাঁও ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

হাকিম বাবুল/বিএ