ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়ীকে হত্যায় মনিরের স্বীকারোক্তি

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

অর্থ ছিনিয়ে নেয়ার লোভেই নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় ব্যবসায়ী ইকবাল হোসেনকে অপহরণের পর হত্যা করা হয়েছে। ইকবালের কিলিং মিশনে থাকা মনির সিং হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে গ্রেফতারকৃত মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ ডিবির উপ-পরিদশর্ক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, ইকবাল হত্যা মামলার পূর্বে গ্রেফতারকৃত আসামি শামীম ও তৌহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মনির সিংয়ের নাম থাকায় গত ১৮ সেপ্টেম্বর তাকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির সিং সানারপাড় এলাকার সারওয়ার সিংয়ের ছেলে।

সাইফুল আরো জানান, গত ২ এপ্রিল ব্যবসার অর্থ ছিনিয়ে নেয়ার লোভেই নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় ব্যবসায়ী ইকবাল হোসেনকে অপহরণের পর কিলিং মিশনে ছিল আটজন।

নিহত ইকবাল খান সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর গ্রামের খাঁন বাহাদুরের ছেলে। তিনি কাঁচপুর সোনাপুর এলাকার হাজী তমিজউদ্দিন মিয়ার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে স্টেশনারির ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন দোকান থেকে বের হওয়ার পর ইকবালকে অপহরণ করে কিলিং মিশনে থাকা আটজনের একটি দল। এ সময় ইকবালের সঙ্গে মাত্র ৩০ টাকা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে অপহরণকারীরা।

ইকবালের পরনের লুঙ্গি ছিঁড়ে সেটা দিয়ে তার পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে বেহাকৈর এলাকার একটি ডোবায় ফেলে দেয়। হত্যা করলেও তার পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে কিলাররা। পরে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি