গাজীপুর পুলিশের মহাপরিকল্পনা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গাজীপুর পুলিশ বিভাগ। ২০ সেপ্টেম্বর থেকে পুরো জেলাকে দুটি সেক্টরে ভাগ করে কাজ করা হয়েছে। প্রতি সেক্টরে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার ও একজন করে সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়োজিত রয়েছেন।
প্রথম সেক্টরে ৭৫টি এবং দ্বিতীয় সেক্টেরে ৫০টি পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে। এর সঙ্গে রয়েছে ৩০টি মোটরসাইকেল মোবাইল টিম। ১নং সেক্টরে ১৮টি এবং ২ নং সেক্টরে ১২টি মোটরসাইকেল মোবাইল টিম দায়িত্ব পালন করে যাচ্ছে। যেসব পয়েন্টে অন্যকোনো যানবাহন প্রবেশ করতে পারেনা সেসব পয়েন্টে যানজট নিরসনে এ মোটরসাইকেল টিম কাজ করবে।
এ কাজে প্রতি পয়েন্টে একটি করে টিম একজন করে এসআই নেতৃত্বে দিচ্ছেন। তাছাড়া মহাসড়কে বিকল হওয়া গাড়ি সরানোর জন্য চন্দ্রা, টঙ্গী, চান্দনা চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ৪টি রেকার মোতায়েন করা হয়েছে।
মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতি সেক্টরে ৪টি করে টিম কাজ করছে।
পুলিশ সুপারের কার্যালয়ের মূল কন্ট্রোল রুমের মাধ্যমে চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ের সাব কন্ট্রোল রুমসহ জেলার মহাসড়কগুলোর সার্বিক পরিস্থিততি মনিটরিং করা হচ্ছে। জেলার সড়ক মহাসড়কগুলোতে যানজট নিরসনে পুলিশের এক হাজার সদস্যের সঙ্গে আনসার ও কমিউনিটি পুলিশের আরো প্রায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছে। তারা পালাক্রমে তিন রাত মহাসড়কে দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়ক মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজি রোধে পুলিশ ব্যাপক ব্যবস্থা নিয়েছে। যাত্রীদের যানজটমুক্ত পরিবেশে যাতায়াত এবং তাদের নিরাপত্তা বিধানে গাজীপুরের পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে।
আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ রাস্তায় থাকবে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি