যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওয়াচ টাওয়ার উদ্বোধন
ঈদ উপলক্ষে যানজট নিরসন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন এ ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন।
তিনি এসময় বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদকে সামনে রেখে যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এ কারণেই ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। যেন ছিনতাইকারী, চাঁদাবাজ, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীদের কোনো ধরণের ক্ষতি করতে না পারে সেজন্য ওয়াচ টাওয়ারের মাধ্যমে ৫ কিলোমিটার রাস্তা পর্যবেক্ষণ করা হবে। যাত্রীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম, সিদ্ধিরঞ্জ থানা পুলিশের ওসি সরাফতউল্লাহ প্রমুখ।
পুলিশ সুপার এসময় মহাসড়কের অজ্ঞানপার্টি মলমপার্টি চাঁদাবাজদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি