পাবনায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সোমবার পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তারা মেডিকেলের এই পরীক্ষাকে প্রহসন বলে অভিহিত করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রকৃত মেধাবীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আগেই প্রশ্ন পেয়ে যাওয়া অনেক অযোগ্যরা ভর্তির সুযোগ পেয়েছেন।
পরে তারা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
একে জামান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে