ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় আগস্ট মাসে ৮ খুন

প্রকাশিত: ১১:৪৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় গত আগস্ট মাসে আট খুনের ঘটনা ঘটেছে। ওই মাসে বিভিন্ন অপরাধে ১২১টি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয় যে, গত আগস্ট মাসে মহানগরীসহ জেলায় আটটি হত্যাকাণ্ড সংগঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় আগস্ট মাসে ডাকাতি দুইটি, রাহাজানি একটি, চুরি ১১টি, খুন আটটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ পাঁচটি, নারী ও শিশু নির্যাতন ছয়টি, এসিড নিক্ষেপ একটি, নারী ও শিশু পাচার তিনটি, মাদকদ্রব্য ৪৮টি এবং অন্যান্য ৫০টিসহ মোট ১৩২টি মামলা দায়ের হয়েছে। জুলাই মাসে এ সংখ্যা ছিল ১২১টি।

সভায় আরো জানানো হয়, জেলার ৯টি থানায় গত আগস্ট মাসে চুরি আটটি, খুন চারটি, অস্ত্র আইনে পাঁচটি, দ্রুত বিচার দুইটি, ধর্ষণ চারটি, অপহরণ দুইটি, নারী ও শিশু নির্যাতন ৩০টি, নারী ও শিশু পাচার চারটি, মাদকদ্রব্য ২৭টি এবং অন্যান্য আইনে ৯২টিসহ মোট ১৭৮ টি মামলা দায়ের হয়। জুলাই মাসে মামলা দায়ের হয়েছিল ১৪৮টি।

আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে স্কুল ও কলেজের মাঠে এবং রাস্তার ধারে কোনো গরুর হাট বসানো যাবে না। উপজেলা পরিষদের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তিকে গরুর হাটের অনুমতি দেয়া যাবে না। এছাড়া  ঈদের সময় যাতে পশুর বর্জ্য যেখানে-সেখানে পড়ে না থাকে সে জন্য সিটি কর্পোরেশনকে নিয়মিত আবর্জনা অপসারণে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

সভায়  সিভিল সার্জন ডা. মো. ইয়াছিন আলী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, র্যা ব ও বিজিবি প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এআরএ/পিআর