ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪ সন্তানকে অপহরণ করলেন মা!

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৯

কক্সবাজারের পেকুয়ায় শারমিন আক্তার নামে এক মায়ের বিরুদ্ধে নিজের চার শিশু সন্তানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে পেকুয়া থানায় এ অভিযোগ করেন অপহৃত শিশুদের বাবা স্কুলশিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন।

অপহৃত শিশুরা হলেন- তাহছিন আবরাব (৯), তাওসিফ উদ্দিন (৮), সিতারাতুন মুনতাহা (৫) ও মো. সালমান (২)।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১০ বছর আগে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়া খালী গ্রামের মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ জহির উদ্দিনের সঙ্গে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে শারমিন আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর জের ধরে বেশ কিছুদিন ধরে আলাদা রয়েছেন তারা। স্ত্রী শারমিন আক্তার বাবার বাড়ি থাকেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশীদের সঙ্গে আঁতাত করে স্বামী মোহাম্মদ জহির উদ্দিনের ক্ষতির চেষ্টা করে আসছিলেন স্ত্রী শারমিন আক্তার। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনা থেকে সন্তানদের অপহরণ করে নিয়ে যান মা শারমিন আক্তার। এতে সহযোগিতা করেন শারমিন আক্তারের মা মায়ছারা বেগম, ভাই আমিরুল ইসলাম, ভাই আমিনুল ইসলাম এবং একই এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল হোসেন, নুরুল হোসেনের ছেলে রিদুয়ানুল হক ও আমির হামজার ছেলে জিয়াবুল করিম।

এ ব্যাপারে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, শিশুদের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম