কালিহাতীতে জড়িত পুলিশদের আইনের আওতায় আনতে হবে
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার না করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সোমবার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ঘাটাইলের সেই নির্যাতিত মা-ছেলের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশকে সরকার অস্ত্র দিয়েছে জনগণের জীবনের নিরাপত্তা দিতে। অন্যায়ভাবে নিরীহ জনগণের উপর গুলি চালানোর জন্য নয়। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের মতো নির্বিচারে অন্যায়ভাবে নিরীহ জনেণের উপর গুলি বর্ষণ করে মানুষ হত্যা করেছে। তাদের শুধু প্রত্যাহর করাই যথেষ্ট নয়, এর দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।
তিনি আরো বলেন, আমি যদি ওই দিন থাকতাম তাহলে আমিও ওই কালিহাতীর বিক্ষোভ মিছিলে অংশ নিতাম। মানুষ কত পাষণ্ড হলে এমনভাবে নির্যাতন করে। যেভাবে মা-ছেলেকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করে তাদের মান সন্মান ধুলিসাৎ করে দেয়া হয়েছে তা দেখে পুরো জাতি স্তম্ভিত। সাধারণ মানুষ এই অন্যায়ের প্রতিবাদ করেছে। আর পুলিশ সেই অন্যয়ের প্রতিবাদকারী সাধারণ জনগণের ওপর নির্বিচারে গুলি করেছে।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ওই পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানান। যাতে করে ভবিষতে আর কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না করে।
দুপুরে তিনি কালিহাতী ও ঘাটাইলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারসহ জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএস/পিআর