সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস ২০১৫ পালিত হয়েছে। সোমবার সকালে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সার্ভিস (সিসিডিএস) এর উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইরশাত জাহান, প্রফেসর আকতারুজ্জামান, নাট্যকার আনু ইসলাম, অধ্যক্ষ আনিসুর রহমান, সংগঠনের পরিচালক আইয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, নিজের বাড়িতে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ, জাতি ও আন্তর্জাতিক পর্যায়ে তা ছড়িয়ে দিতে হবে। বিভক্ত মানুষের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায় না। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ঐক্য স্থাপন করা একান্ত জরুরি। ধর্ম, বর্ণ গোত্রসহ সকল মানুষদের এক কাতারে এসে মানব ধর্ম প্রতিষ্ঠা করতে পারলেই সকলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য এখন থেকেই আলোকিত মানুষ তৈরি করা প্রয়োজন। সকলকে অশান্তি থেকে দূরে থেকে শান্তির পতাকা তলে আসার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।
বাদল ভৌমিক/এমজেড/পিআর