বেনাপোলে চামড়া পাচারে বিজিবির টহল জোরদার
যশোর সীমান্তে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার-ভিডিপি যৌথভাবে চামড়া পাচার রোধে কাজ করবে। অধিক মুনাফার আশায় কতিপয় অসাধু ব্যবসায়ী চামড়া সীমান্তপথে ভারতে পাচার করে দেয়।
এ বছর দেশের চামড়া ভারতে পাচার রোধে হার্ডলাইনে প্রশাসন। গত বছর নভেম্বরে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার পিস গরু ও ছাগলের চামড়া জব্দ করেছিল। এবারও চামড়া পাচারের আশঙ্কা রয়েছে।
যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত পথে ভারতে চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ও খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জাগো নিউজকে জানান, সীমান্ত পথে ভারতে চামড়া পাচার রোধে সীমান্ত ফাঁড়িগুলোতে এ ব্যাপারে নির্দেশনামূলক বার্তা পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে সাইকেল, ভ্যান, নমিসমন, করিমন বা যে কোনো পন্থায় চামড়া নিয়ে সীমান্তে যাতে না পারে সে ব্যাপারে সীমান্তে বিজিবি সদস্যদের টহল বৃদ্ধি করাসহ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। অবশ্যই চামড়া বহনকারী ব্যক্তি বা বাহনের গতি হবে বাজারমুখি বা যশোরমুখি।
তারা আরো জানান, দেশে চামড়ার পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও এক শ্রেণির চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে চামড়া পাচার করার চেষ্টা করে থাকেন। কিন্তুু এ বছর বিজিবি সদস্যদের কঠোর নজরদারি ও তৎপরতা অন্যান্য বারের চেয়ে কঠোর করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/এমএস