ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:২৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

গ্যাস সঙ্কটের কারণে চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

সার কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গত ১২ মে গ্যাস সঙ্কটের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সার কারখানার সকল যন্ত্রপাতি বন্ধ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। তবে গ্যাস সঙ্কট কেটে যাওয়ায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল থেকে উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সার কারখানা।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ৫ সেপ্টেম্বর সার কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়। এর ফলে সোমবার সকাল থেকে কারখানার ইউরিয়া সার উৎপান শুরু হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস