ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনার জন্মদিনে পাল্টাপাল্টি কর্মসূচি, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার পাল্টাপাটি কর্মসূচি পালন করা হয়েছে। এতে নেতাকর্মী ও সমর্থকরা বিভক্ত হয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা ত্রড়াতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যালির সময় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দেয়। পৌরসভার সামনে র‌্যালিটি পৌঁছলে উপজেলার শৈরশৈই গ্রামের আবু শাহেদ প্রকাশ্যে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি করেছে। তখন সেখানে আওয়ামী লীগের একপক্ষের সভা চলছিল। তবে থানা পুলিশ বলছে, ফাঁকা গুলির অভিযোগটি খতিয়ে দেখা হবে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে পৌরসভা কার্যালয় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, পৌর কমিটির সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও তাদের লোকজন নিয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী ও আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারীসহ যুবলীগ, ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা সফিক মাহমুদ পিন্টু বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জনবিচ্ছিন্ন কিছু লোক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Lakshmipur-Pic-(2)

অন্যদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার খানের পক্ষ হয়ে একই সময়ে শহরের খান টাওয়ারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন ও পৌর কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করেন। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ র‍্যালি নিয়ে সেখানে যোগ দেন। ওই র্যালি থেকেই ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়।

এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা কামরুল হাসান ফয়সাল মাল বলেন, আমরা র‍্যালি করেছি। পৌরসভার সামনে কেউ গুলি করেনি। গুলি করলে তো ছবি থাকার কথা, কার কাছে কী প্রমাণ আছে?

জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ বলেন, ছাত্রলীগের আনন্দ র‍্যালির কর্মসূচি ছিল। সেখান থেকে কেউ ফাঁকা গুলি করার কথা আমাকে জানায়নি। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করায় পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে জেলা কমিটির প্রথম সহ-সভাপতি সফিকুল ইসলাম বলেন, আনোয়ার খান এমপির মদদে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৌরসভার সামনে প্রকাশ্যে ফাঁকা গুলি ও ককটেলবাজি করেছে। তারা পুলিশের উপস্থিতিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা চালিয়েছে। বিষয়টি দুঃখজনক।

জানতে চাইলে রামগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, আনন্দ র্যালি উপলক্ষে ছাত্রলীগের কিছু নেতাকর্মী আতশবাজি করেছে। ফাঁকা গুলি করার অভিযোগটি খতিয়ে দেখা হবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

কাজল কায়েস/এএম/এমকেএইচ