ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অপহৃত তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টকার্ড। শুক্রবার রাতে সুন্দরবনের আমতলীখাল থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুই দস্যু দেবহাটা উপেজলার মালেক মোল্লা ও খুলনার কয়রা উপজেলার আব্দুল্লাহ্।

এ সময় তিনটি বন্দুক, ২১ রাউন্ড গুলি ও অপহৃত তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জামিরুদ্দীনের ছেলে আজিবর রহমান, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের আমিনুর রহমান ও আবু সাঈদ। তাদের এক লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল।

কৈখালি কোস্টগার্ড সদস্যরা জানান, মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করা হয়। গোপন সংবাদে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে দস্যুরা আমাদের ওপর গুলি ছুড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। তিনটি অস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহৃত তিন জেলেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া দুটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা দেয়া হয়েছে। এছাড়া আটক দুই বনদস্যুকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস