পোল্ট্রি ফিড নিয়ে ট্রাক লাপাত্তা, ৯ লাখের মাল ৫ লাখে বিক্রি
বগুড়ায় পোল্ট্রি ফিড (মুরগীর খাবার) পাঠানোর জন্য গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে গত ২১ সেপ্টেম্বর ছয় হাজার টাকায় একটি ট্রাক ভাড়া নেয় রাব্বি ট্রান্সপোর্ট নামের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই দিন রাতে ভালুকার (ময়মনসিংহ) প্রভিটা ফিড মিলস্ থেকে ১৫ টন পোল্ট্রি ফিড নিয়ে ট্রাকটি বগুড়ার বনানীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
কিন্তু দুইদিন পরও ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছানোয় ট্রান্সপোর্ট মালিক সিরাজুল ইসলামের সন্দেহ হয়। ট্রাক ভাড়া নেয়ার সময় চালক যে মোবাইল ফোন নম্বর দিয়েছিল তা বন্ধ পেয়ে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়েই অভিযানে নামেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শহিদুল ইসলাম মোল্লা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেন। তারা হলেন- ট্রাকচ্রালক বগুড়ার মোস্তফা (২৬) ও শিবগঞ্জের খড়কোনা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে পোল্ট্রি ফিড ব্যবসায়ী আব্দুর রহমান।
শুক্রবার দুপুরে এক প্রেসিব্রিফিংয়ে এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় এক পর্যায়ে জানা যায়, ট্রাকচালক মোস্তাফা আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থান করছেন। বুধবার বেলা ১১টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, ট্রাকে থাকা তিনশ বস্তা পোল্ট্রি ফিড বগুড়ার শিবগঞ্জের রিয়া-মোমিন ট্রেডার্সের মালিক আব্দুর রহমানের কাছে বাকিতে পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন। পরে তাকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানের গুদাম থেকে ওইদিন রাতে ২৭০বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। এ সময় খাদ্যগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রভিটার বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় ভরা হয়। পরে ওই গুদাম থেকে প্রভিটার খালি বস্তাগুলোও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এরা ট্রাক ভাড়া নেয়ার সময় মিথ্যা নম্বর, চালক, সহকারী ও মালিককের ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এরা একটা বড় সিন্ডিকেটের হয়ে কাজ করে। বাকিদের ধরতে আটককৃতদের নিয়ে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
শিহাব খান/এমএমজেড/পিআর