কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২
কুষ্টিয়া শহর ও দৌলতপুরে পৃথক অভিযান চালিয়ে দুইটি পিস্তল ও ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে র্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব এসব তথ্য জানান।
আটকরা হলেন, শহরের দেশওয়ালীপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে রাজীব (২৫) এবং দৌলতপুর উপজেলার রেফায়েতপুর এলাকার বাসিন্দা আশিক (২২)।
র্যাব সূত্রে জানা যায়, রাজীব দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে মোবাইল ফোনে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে ডেকে এনে নারীদের দিয়ে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছাড়া হয়। এরপর তাদের হুমকি দিয়ে টাকা দাবি করা হয়।
বিদেশে লোক পাঠানোর নাম করে অনেক নিরীহ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ভোরে শহরের দেশওয়ালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে আটক করা হয়।
অপর আরেকটি অভিযানে দৌলতপুর উপজেলার রেফায়েতপুর এলাকা থেকে দেশিয় শার্টারগানসহ আশিক নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।
আল-মামুন সাগর/এআরএ/পিআর