ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদাবাজিসহ কোনো অনিয়ম বরদাশত করা হবে না : নৌপরিবহনমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনগণের জান-মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। ফেরিঘাটে চাঁদাবাজিসহ কোনো ধরনের অনিয়ম হলে তা বরদাশত করা হবে না। ঈদকে সামনে রেখে নৌ চলাচলে যাত্রী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। নৌ দুর্ঘটনা রোধে ঈদের পরেও সাত দিন পর্যন্ত যাত্রী নিরাপত্তার এই ব্যবস্থা জোরদার থাকবে।

তিনি বলেন, নদী ভাঙনে সৃষ্ট নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং চলছে যা ২১ তারিখের মধ্যে শেষ হবে। এরপর আর ফেরি চলা চলে কোনো সমস্যা থাকবে না। শনিবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গল মাঝিরঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি পৌছতে পারে এবং তাদের পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উৎসব উপভোগ করতে পারে সেদিকে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এসময় শরীয়তপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি কাঠালবাড়ি ফেরি ঘাট ও শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট পরিদর্শন করেন।

ছগির হোসেন/বিএ