ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আমি পর্বত জয় করেছি তোমরাও পারবে : নিশাত মজুমদার

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

কিশোর-কিশোরীদের উদ্দেশ্য করে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেছেন, আমি বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে পেরেছি তোমরাও পারবে।

এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ‘কিশোর-কিশোরীদেকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি

শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এসএস উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের মাধ্যমে স্বপ্নপূরণ, আস্থা তৈরি ও জীবিকায়নের মান উন্নয়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলে।

তিনি আরও বলেন স্বপ্ন আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমি এভারেস্ট জয় করেছি। মনের ইচ্ছা শক্তিই মানুষকে এগিয়ে নেয়।

Lalmonirhat-p-Nissat

বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় অপর সংস্থা ওভা`র আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান সামশুজ্জামান সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুয়া ওয়াসীম বেলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,  প্ল্যান বাংলাদেশের লালমনিরহাট ম্যানেজার আব্দুল মান্নান, রবিউল ইসলাম প্রমুখ।

এদিকে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদারের হাতীবান্ধা আগমনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বেশ উৎসব মুখর পরিবেশে ওই অনুষ্ঠানে অংশ নেয়।

রবিউল হাসান/এমএএস/পিআর