নোয়াখালীতে ভেজাল পানীয় তৈরির কারখানা : আটক ৩
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসময় বিপুল পরিমাণ বোতলকৃত এনার্জি ড্রিংকস ও সামগ্রীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, সোানাইমুড়ী উপজেলা বগাদিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), একই উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মমিন উল্যার ছেলে শাহাদাত (৩২) ও সদরের জাফর আহম্মেদের ছেলে সফিকুর রহমান (৩৫)।
শনিবার দুপুরে কারখানার মালিকসহ আটকদের তিন জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাল ফারুক জাগো নিউজকে জানান, চৌমুহনীর উত্তর গণিপুর সোলেমানের একতলা বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে একটি চক্র বিভিন্ন প্রকারের ভেজাল ও যৌন উত্তেজক এনার্জি ড্রিংকস তৈরি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী ভূমি কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমের নেতৃত্বে টাউন দারোগা (টিএসআই) ইকবাল বাহার শুক্রবার রাতে কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এনার্জি ড্রিংকস ও তৈরির উপাদানসহ তিন জনকে আটক করে। পরে আটক মালামালগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে থানার সামনে তা ধ্বংস করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/পিআর