ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদকে ঘিরে আরএমপির মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহীতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট, মার্কেটসমূহের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইনসের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ঈদকে সামনে রেখে রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকাগুলোতে গরু-ছাগলের হাট বসানো হয়েছে। সেখানে পাকেটমার, অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে প্রতিটি বড় হাটে পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে।

শহরের যানজট আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তাই শহরের ট্রাফিকিং ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন সেদিকে আরএমপি পুলিশের প্রতিটি সদস্যদের সতর্ক করে দেয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আরএমপির ডিসি তানভির হায়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি আতিকুর রহমান, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সমাজের সর্বস্তরের ব্যাক্তিবর্গ।  

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর