ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধ হচ্ছে না পাচার : বেনাপোলে ২৬ বাংলাদেশি আটক

প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার অব্যাহত রয়েছে। বন্ধ হচ্ছে না পাচার কাজ। প্রতিদিন আইন প্রয়োগকারী সংস্থার হাতে এসব নারী, পুরুষ ও শিশু পাচারের সময় উদ্ধার হলেও পাচারকারী আটক হচ্ছে না। তারা থাকছেন ধরা ছোঁয়ার বাইরে। যার ফলে পাচার কাজ অব্যাহত রয়েছে।

প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য আসছে শত শত নারী পুরুষ। বেনাপোলের এক শ্রেণির পাচারকারীরা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে পাচারে সহযোগিতা করে থাকে। জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে এ কাজ চলছে দীর্ঘদিন ধরে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প ও পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় দুই শিশুসহ ২৬ জন নারী-পুরুষকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। আটকদের বাড়ি নারায়ণগঞ্জ, নড়াইল, রাজবাড়ি, যশোর, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায়।

তাদের মধ্যে ২ শিশু, ১৩ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। তবে এসময় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ভারতে যাতায়াতের সময় ২৫ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জাগো নিউজকে জানান, বিজিবি সদস্যরা ২৬ জন বাংলাদেশিকে ভারতে পারাপারের অভিযোগে আটক করে থানায় সোপর্দ করেছে। আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর