ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় রোকেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে একটার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম শশই গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।

বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে রোকেয়া বেগম মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রোকেয়া বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর