ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে নছিমনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরের বোচাগঞ্জে নছিমনের ধাক্কায় ভুপেন্দ্র নাথ রায় (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাফানগর ইউনিয়নের সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভুপেন্দ্র নাথ রায় উপজেলার নাফাগরন ইউনিয়নের রুহিগাও গ্রামের অন্তু বানিয়ার ছেলে এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টোল)।

প্রত্যক্ষদর্শী মো. শামসুল আলাম জানান, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভুপেন্দ্র নাথ রায় (৫৫) সকাল সাড়ে ৯ টায় মোটরসাইকেল নিয়ে স্কুলের সামনের পাকা রাস্তা পারাপারের সময় বোচাগঞ্জ থেকে পীরগঞ্জগামী একটি নছিমন নিন্ত্রয়ণ হারিয়ে তার উপর তুলে দিলে তিনি গুরুতর আহত হন। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা নছিমনটি জ্বালিয়ে দেয় এবং চালককে আটক করে। শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২ টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস