ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধার সদর উপজেলায় গোসল করতে নেমে আলাই নদীর পানিতে ডুবে আরিফুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার পুলবন্দী এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজার গ্রামের আমীর হামজার ছেলে। সে পুলবন্দী আল এমরান নূরানী মাদ্রাসার হেফজা খানার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আরিফুল মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো। শুক্রবার তিন বন্ধু মিলে আলাই নদীতে গোসল করতে যায়। এসময় আরিফুল অসাবধনতায় নদীর গভীরে পড়ে স্রোতের টানে ভেসে যায়। পরে অন্য দুজন ছাত্র খবরটি জানালে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুপুরে আরিফুলের মরদেহ উদ্ধার করে।

পুলবন্দী আল এমরান নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান জানান, আরিফুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অমিতাভ দাশ হিমুন/এমজেড