ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তাজিয়া মিছিলে সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

সিলেটের ওসমানীনগরে তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খালিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজিয়া মিছিল নিয়ে পাঞ্জাখানায় যাওয়ার পথে নিজ করনসী দক্ষিণ পাড়ায় একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের সঙ্গে থাকা লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খালিক মিয়া নিহত হন এবং তার ভাতিজা আনোয়ার মিয়া ও ছেলে সুমন মিয়া আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আনোয়ার মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন