ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুষ নেয়ায় পুলিশ সদস্যকে গণধোলাই

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেল আটক করে উৎকোচ আদায়কালে দুই পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। রানীশংকৈল উপজেলার গোগর এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

সকালে রানীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশ স্থানীয় জনতার সঙ্গে বৈঠক করে আটক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর আলম ও কনস্টেবল মামুনকে উদ্ধার করে।

গোগর এলাকার বাসিন্দারা জানান, এএসআই নুর আলম পীরগঞ্জ থেকে কয়েকজন বখাটে ছেলে সঙ্গে নিয়ে মোটরসাইকেল আটক করে টাকা আদায় করছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা ওই দুই পুলিশ সদস্যকে আটক করে।

এ খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি পীরগঞ্জ থানাতেও খবর দেন। এরপর পীরগঞ্জ থানার ওসি কে এম শওকত হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে ওসি শওকত হোসেন জানান, এএসআই নুর আলমকে মোটরসাইকেল আটকের ব্যাপারে কোনো সিসি দেয়া হয়নি।

রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ জানান, অভিযোগ প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রবিউল এহসান রিপন/এআরএ/পিআর