ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে অপহৃত শিশু উদ্ধার

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে অপহৃত শিশু বাপ্পিকে (৬) শহরের টানবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন ও এএসপি মো. নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান চালায়। এ সময় র‌্যাবের অভিযান টের পরে অপহরণকারীরা পালিয়ে যায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে দেওয়ানবাগের নিজ বাসার সামনে থেকে বাপ্পিকে অপহরণ করা হয়। পরে অপহৃতের পরিবারের নিকট থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত বাপ্পি বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার আমির আলীর বাড়ির ভাড়াটিয়া মো. বাদল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ফেনীর পিঠাপাসারি ধর্মপুর গ্রামে।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অপহরণকারীরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃতের পিতা বাদল র‌্যাব-১১ এর নিকট লিখিত অভিযোগ দেন। পরে র‌্যাবের একটি গোয়েন্দা দল অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃতকে শহরের টানবাজার জামে মসজিদের সামনে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। অপহৃত বাপ্পি জানিয়েছে অপহরণকারী দলের কাউকে সে চিনতে পারেনি।

বাপ্পিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহৃতের পিতা বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর