ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:৩২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

লক্ষ্মীপুর সদর উপজেলায় শহীদ উল্লা নামে এক কাঠমিস্ত্রিকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবুল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর হামছাদির বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী সোহেলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আহত শহীদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, এক নারীর বিষয় নিয়ে ঘটনাস্থলে সোহেল ও শহীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সোহেল বিজয়নগর গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও শহীদ একই এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে। তারা পেশায় কাঠমিস্ত্রি। বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে সোহেল তার অনুসারীদের নিয়ে এসে শহীদের ওপর হামলা চালান। একপর্যায়ে শহীদকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন তারা। এ সময় শহীদকে বাঁচাতে গিয়ে বাবুলের বুকে কিল-ঘুষি লাগে। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।

এ ঘটনায় হামলাকারী সোহেলসহ ছয়জনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সৌপর্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, হামলাকারী সোহেলসহ ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এমএসএইচ

আরও পড়ুন