ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এতে তিন জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের সেরাজ পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে বোরহানউদ্দিনের জয়া গ্রামের উদ্ধার হওয়া হেজু মাঝি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরে ১২ জন মাঝিমাল্লা নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়। তারা সারারাত ডুবে যাওয়া ট্রলার ধরে সাঁতরে ভেসে ছিলেন। পরদিন শনিবার সকালে একটি জেলে ট্রলার গিয়ে তাদের ৯ জেলেকে উদ্ধার করেন। কিন্তু বোরহানউদ্দিনের জয়া গ্রামের নূর ইসলামের ছেলে নাঈম (২০), সাজু ব্যাপারীর ছেলে কবির (৩৫) ও আইজল ভদ্দারের ছেলে ফরহাদ (৩০) এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

শনিবার দুপুর দেড়টায় ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার হাওয়া ৯ জন জেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ভোলার একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে তিন জেলে নিখোঁজ আছে। তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে কি-না সে বিষয়ে কেউ আমাকে জানায়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস

আরও পড়ুন