বটিয়াঘাটা ইউএনওর বিরুদ্ধে তিনদিনের কর্মসূচি ঘোষণা
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের ছবি অবমাননা করার ঘটনায় বটিয়াঘাটা ইউএনওর বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ৩ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে গত বুধবার বটিয়াঘাটায় কয়েক হাজার নারী-পুরুষ ইউএনও বিল্লাল হোসেন খানের প্রত্যাহার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করে। এ সময় সমাবেশের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশারাফুল আলম খান ইউএনওর প্রত্যাহার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সময় পার হয়ে যাওয়ায় শনিবার থেকে পুনরায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার ছাত্রলীগের পক্ষে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, রোববার যুবলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং সোমবার স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ।
সূত্রটি আরো জানিয়েছে, তিন দিনের কর্মসূচিতে ইউএনও বিল্লাল হোসেন খানের প্রত্যাহার না হলে আবারো লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে।
আলমগীর হান্নান/এসএস/এমএস