ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বানারীপাড়ায় ডাকাত সরদারসহ আটক ৬

প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দল মিজান বাহিনীর সরদার মো. মিজানুর রহমানসহ (৩৬) ছয় ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার এবং চাপাতি, বগি-দাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন মিজান বাহিনীর সরদার বাকেরগঞ্জের চরামদ্দি এলাকার মিজানুর রহমান, একই এলাকার নয়ন, ফরিদপুরের সুমন শেখ, বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের রানা হাওলাদার, বরিশাল সদর উপজেলার চরকাউয়ার কাসেম খান এবং বিশারকান্দির মরিচবুনিয়া এলাকার শুভঙ্কর।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ডাকাত দলটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বিশারকান্দিতে ট্রলারযোগে এসে পদ্মাবুনিয়া বাজার সংলগ্ন একটি বাগানে অবস্থান নেয় ডাকাতির জন্য।

স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া করে ছয় ডাকাতকে ঘিরে ফেলে আটক করে। অন্য সদস্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে একটি রিভলবার এবং চাপাতি, বগি-দাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন।

ওসি জিয়াউল আহসান আরো জানান, এটি সংঘবদ্ধ একটি ডাকাত দল। তাদের সরদার মিজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি ডাকাতি মামলা রয়েছে।

সাইফ আমীন/বিএ