ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই মাস পর হারানো ছেলেকে পেয়ে কেঁদে ফেললেন বাবা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়‌ীতে নিখোঁজের আড়াই মাস পর সাব্বির মোল্লা (১৩) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে খুঁজে পেয়েছে তার পরিবার। বুধবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেনে তাকে পাওয়া যায়।

সাব্বির সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরনারায়ণপুরের আদর্শ গুচ্ছ গ্রামের সামাদ মোল্লার মেজ ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে রাজশাহী থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আসা মধুমিত ট্রেনে সাব্বিরকে দেখতে পান স্থানীয় মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. কোরবান আলী ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল। তারা সাব্বিরকে ট্রেন থেকে নামিয়ে আনেন। পরে তারা মিজানপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাব্বিরকে তার বাবা ও ভাইয়ের হাতে তুলে দেন।

এদিকে আড়াই মাস পর হারানো ছেলেকে বুকে জরিয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন সাব্বিরের বাবা সামাদ মোল্লা।

তিনি বলেন, প্রায় আড়াই মাস আগে সাব্বির হারিয়ে যায়। ওর একটু বুদ্ধি কম এবং সাদাসিধা। হারানোর পর থেকে বিভিন্ন স্থানে খু‌ঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় জিডিও (সাধারণ ডায়েরি) করা হয়েছিল। আজ হঠাৎ একজন ফোন করে জানায়, সাব্বিরকে পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক মিজানপুর ইউনিয়ন পরিষদে এসে ছেলেকে পাই।

ছেলেকে খু‌ঁজে দেয়ায় নাজমুল ও কোরবান মেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রুবেলুর রহমান/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন