বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মেহেদি হাবিব মো. রফিককে (৩৮) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
গাজীপুর বোর্ড বাজার বটতলা এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জামালপুর জেলার ইকবালপুরে। তিনি ১০ বছর যাবত পলাতক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক এনামুল আরিফ সুমন জানান, ২০০৫ সালে ময়মনসিংহ জজকোর্ট, জেলা পরিষদ সংলগ্ন স্থান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়সহ শহরের একাধিক স্থানে সিরিজ বোমা হামলা মামলার ৩নং আসামি মেহেদি হাবিব। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে।
আতাউল করিম খোকন/এআরএ/বিএ