ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছোটমণি নিবাসেই ঠাঁই হচ্ছে কুড়িয়ে পাওয়া শিশুটির

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জে হাসপাতালের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া ১২-১৩ দিন বয়সী সেই শিশুটিকে ঢাকার আজিমপুরে ‘ছোটমণি নিবাসে’ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সমাজসেবা অধিদফতরের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের ১ নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক কামরুজ্জামান খান জানান, আদালতের আদেশ পাওয়ায় আগামীকাল বুধবার শিশুটিকে ঢাকায় পাঠানো হবে। যারা শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদের ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

Kisorganj

গত ২৫ আগস্ট বিকেলে নবজাতক এ শিশুটিকে কাপড়ে মুড়িয়ে জেলা সদর হাসপাতালের সিঁড়িতে ফেলে রাখা হয়। ওই দিন থেকে শিশুটি হাসপাতালেই রয়েছে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের নার্স আর আয়াদের পরম মমতায় ধীরে ধীরে হাসি ফুটছে ফুটফুটে ওই শিশুটির মুখে।

ডাক্তাররা জানান, ৯ দিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বক্ষণিক নজরদারিতে শিশুটিকে রাখা হয়েছে। প্রথম দিকে অসুস্থ থাকলেও বর্তমানে শিশুটি সুস্থ হয়ে উঠেছে।

নূর মোহাম্মদ/এমবিআর/এমএস

আরও পড়ুন