গাজীপুরে ১৯ গরুসহ ট্রাক ছিনতাই
গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ১৯টি গরুসহ একটি কেরবানির গরুবাহী ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে। গরু ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী শহিদুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে রাজশাহী থেকে ১৯টি গরু কিনে ট্রাকযোগে বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয় তারা। গরুবাহী ট্রাকটি বৃহস্পতিবার ভোরে মীরের বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ট্রাকের চালক, হেলপারসহ তিন ব্যবসায়ীকে হাত পা বেঁধে ওই পিকআপে ওঠায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ১৯টি গরুসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ব্যবসায়ীদের হাত পা বাঁধা অবস্থায় সদর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানা পুলিশের হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ত্রিপল দিয়ে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীসহ ৫ জনকে মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায়। পরে তারা নিজেরাই বাধন খুলে ফাঁড়িতে আসলে তাদের থানায় পাঠিয়ে দেয়া হয়।
জয়দেবপুর থানা পুলিশের ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গরু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ি এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে ছামিরুল ইসলাম (৩৮) ও একই এলাকার মেজবাহ উদ্দিনের ছেলে আঃ রহিমকে আটক করা হয়েছে। আর ছিনতাইকরা ট্রাকটি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। আটকদের নিয়ে গরু উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আমিনুল ইসলাম/ এমএএস/পিআর