ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যে দুটি কারণে লিটনের যৌন নিপীড়নের শিকার হলো পাঁচ ছাত্রী

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:২০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে নবম শ্রেণির পাঁচ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠার পর শিক্ষক লিটনকে কর্তৃপক্ষ কৌশলে ছুটিতে পাঠানোয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে ওই শিক্ষার্থীরা।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান প্রতিবেদন জমা দেন। তিনি বলেন, তদন্ত চলাকালে ওই ৫ ছাত্রী, তাদের অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শিক্ষক লিটনের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক লিটন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি ঘর নিয়ে নবম-দশম (ভোকেশনাল) শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। খাতায় নম্বর বেশি দেয়ার লোভ ও পরীক্ষায় ফেল করে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫ শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট অভিযুক্ত শিক্ষক লিটনের বিচার চেয়ে ভুক্তভোগীরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে। পরদিন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. মির্জা ফিরোজ হাসানকে আহ্বায়ক, চীফ ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স মো. আরিফুর রহমান ও লাভলী ত্রিপুরাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশনা অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে তারা অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

কাজল কায়েস/এমএএস/এমএস

আরও পড়ুন