হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। বুধবার ভোরে হাতীবান্ধার বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত সফর আলী (২৮) উপজেলার গোতামালী ইউনিয়নের পূর্বআমঝোল এলাকার রহিম মল্লিকের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার ভোরে হাতীবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সফর আলী আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল আলম শফি জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়। তবে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে।