ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি বসিয়ে ভিডিও তৈরি, আটক ৩

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুুক্ত করে ভিডিও গান তৈরি করে প্রচারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে পলাশবাড়ীর মাঠেরহাট বাজারের বেতকাপা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মা ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে ভিডিও গানে ছবি যুক্ত করে মেমোরি ডাউনলোডে বিভিন্ন জনের মোবাইলে প্রচারের অভিযোগে ওই ছাত্রীর বাবা শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ, বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল মান্নান ওরফে মান্নার ছেলে দশম শ্রেণির ছাত্র শিপন ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে এডিট করে। পরে ভিডিও গানে যুক্ত করা ছবি বিভিন্ন জনের মোবাইলের মেমোরিতে ছড়িয়ে দেয়। এমন ভিডিও প্রচারে চরম বিপাকে পড়ে ছাত্রীর পরিবারের লোকজন। ঘটনার পর স্কুলে যাওয়া বন্ধ করে ছাত্রী।

বলরামপুর গ্রামের পল্টন মিয়ার ছেলে রিয়ন ও তার ঘর জামাই হাবিবুর রহমান রতন পরামর্শ করেই ছাত্রীর ছবির সঙ্গে শিপনের ছবি যুক্ত করে এডিট করে। পরে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিপনসহ তিনজনকে আটক করা হয়। এ সময় একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

জাহিদ খন্দকার/এএম/জেআইএম

আরও পড়ুন