ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমাবেশ

প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিটি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৬২ সালের এই দিনে শিক্ষা আন্দোলনে শহীদদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে হলে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। শিক্ষা জাতীয়করণ ছাড়া বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তরা।

ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জীবন কৃঞ্চ দে, ডা. সৈয়দ হাবিবুর রহমান, ডা. মিজানুর রহমান, অ্যাড. আবুল কালাম আজাদ, শিক্ষক নেতা মজিবুর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, রেজাউল করীম, গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, আওলাদ হোসেন, অধ্যক্ষ মো. হানিফ প্রমুখ।

সমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সাইফ আমীন/এআরএ/পিআর