ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের বিবাহে সহযোগিতাকারীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

রোহিঙ্গাদের সনদ ও বিবাহে সহযোগিতাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মাদক পাচার ও মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে কঠোরতা প্রদর্শন করতে হবে। সেই সঙ্গে যে সকল স্থানীয় জনপ্রতিনিধি মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশি জাতীয়তা সনদ দেবে এবং রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যারা নিকাহ রেজিস্টার দায়িত্ব পালন করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে শিল্পমন্ত্রী থাকাকালে কক্সবাজারে প্রথম পর্যটন কেন্দ্র চালু করেন। আর তার মেয়ে শেখ হাসিনা এ পর্যটন নগরীকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে কাজ করছেন।

ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল­াহ রফিক প্রমুখ।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর