‘জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী’
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। তিনি অনেক স্বপ্নই পূরণ করতে পারেননি। আমরা তার স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। আমরা তার স্বপ্ন বাস্তবে পরিণত ও অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। অসীম জনপ্রিয়তা নিয়েই হুসেইন মুহম্মদ এরশাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহপট্টিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিরোধীদলীয় উপনেতা ও এরশাদপত্নী রওশন এরশাদ বলেন, আমি আপনাদের কাছে শুধু তার (এরশাদ) জন্য দোয়া চাই, আর কিছুই চাই না। তার রুহের মাগফেরাত কামনায় আপনারা জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন আর তার মৃত্যুর পর উন্নয়নের এই ধারা রক্ষা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি নিয়ে অনেক লেখালেখি হয়। কিন্তু জাতীয় পার্টিতে কোনো ভাগ নাই। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। এরশাদ অনেক উন্নয়ন করেছেন। সে কারণেই তাঁর চারটি জানাজাতে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এরশাদের উন্নয়নই প্রমাণ করে আগামীতে আমরা আবারো এককভাবে ক্ষমতায় যাবো। দেশে এখন ধান-চালের দাম নেই। দেশের মানুষ অতিষ্ঠ। এ নিয়ে আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে আমরা ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করবো।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ