প্রবাসীকে নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে টাকা আদায়
এক ইরাক প্রবাসীকে নির্যাতন করে ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার বাসিন্দা ওই বাজারের আবিদ ফার্মেসির মালিক মো. আলাউদ্দিন ও একই এলাকার রাছেল এবং বাবুল।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সায় জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ইরাক প্রবাসী মো. মামুনকে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার মনজুর সহযোগীরা ইরাকে আটকে রেখে নির্যাতন করে। পরে মামুনের পরিবারকে ইমুতে ওই নির্যাতনের ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেয় মনজু, রাছেল, বাবুল ও আলাউদ্দিন। এ ঘটনায় মনজুর সহযোগীরা আবারও মামুনের পরিবারের কাছে নতুন করে টাকা দাবি করে। পরে মানুনের ভাই সবুজ মাদারীপুরের কালকিনি থানায় একটি অভিযোগ দেন। এ অভিযোগে ভিত্তিতে বৃহস্পতিবার বোরহানউদ্দিন ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। মনজুকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/পিআর