ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বর আসার আগেই বিয়ে বাড়িতে হাজির ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাটাই গ্রামে বিয়ে বাড়িতে বর আসার আগেই পুলিশ নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে মুহূর্তের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পালিয়ে যায় কনের আত্মীয়-স্বজনরা।

স্থানীয়রা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামের বিল্লাল হোসেনের (২৩) সঙ্গে দেড় মাস আগে চাটাই গ্রামের আব্দুস সালামের মেয়ে রুবিনা খানমকে (১৪) গোপনে বিয়ে দেয়া হয়। তবে সে সময় বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। উভয় পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার দিন ঠিক হয়। সে অনুযায়ী দাওয়াত দেয়া হয় আত্মীয়-স্বজনদের। দুপুরে বর আসার কথা ছিল। তবে বরের আগেই বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বাড়িতে হাজির হলে মেয়ের বাবা, ভাইসহ আত্মীয়-স্বজন পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, রুবিনা খানম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

আরও পড়ুন