ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এসএম সুলতানের জন্মজয়ন্তীতে প্রাণ আপের নৌকাবাইচ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৮ আগস্ট ২০১৯

প্রতি বছরের মতো বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রাণ আপের আয়োজনে ঐতিহ্যবাহী নারী পুরুষের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, পুলিশ সুপার (সার্কেল সদর) মো. ইমরান শেখ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

boat

অপরদিকে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর শহরের সুলতান মঞ্চে সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এসএম সুলতান। তার বাবা মো. মেছের আলি, মা মোছা. মাজু বিবি। কালোত্তীর্ণ এই চিত্রশিল্পীকে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

boat

প্রতিবছর এ নারী পুরুষের নৌকাবাইচ প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করে থাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

আরও পড়ুন