ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিয়ানমার থেকে ১৬ বাংলাদেশি ফিরছেন আজ

প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৬ জন বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে বৃহস্পতিবার। তাদের ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল সকালে মিয়ানমার গেছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার প্রতিনিধি দলের এক পতাকা বৈঠক মিয়ানমারের মংডু শহরের অভিবাসন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ১৬ জনকে ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জাগো নিউজকে জানিয়েছেন, মিয়ানমারে বিভিন্ন অপরাধে সাজা শেষ হওয়া ১৬ বাংলাদেশিকে ফেরত দেয়ার জন্য ইতোপূর্বে একটি চিঠি ও ঠিকানা সম্বলিত তালিকা দিয়ে জানিয়েছিলো মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে পাওয়া চিঠিসহ ১৬ জনের তালিকাটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়। তালিকার সূত্র ধরে যাচাই-বাছাইয়ের পর স্ব স্ব মন্ত্রণালয়ে অনুমতি পাওয়া যায়। সে মতে আজ তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে মিয়ানারকে জানানো হয়েছিল।

বৃহস্পতিবার সকালে বিজিবি ৪২ ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার গেছে। প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও সফর সঙ্গী হয়েছেন।  

ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন আরও জানান, বৈঠকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেয়ার কথা রয়েছে সেদেশের বর্ডার গার্ড পুলিশ ও অভিবাসন কেন্দ্রের কর্মকর্তাদের। সকালে বাংলাদেশ প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দরের অভিবাসনের জেটি দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ১৬ জনকে ফেরত আনা হবে।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস