ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় আরও ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ আগস্ট ২০১৯

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কমে আসতে শুরু করলেও রাজবাড়ীতে বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন রোববার ভর্তি হয়েছিলেন ৯ জন। এ নিয়ে রাজবাড়ীতে ২৯ দিনে ২৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেন।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

RAJBARI-DENNGUE

বর্তমানে রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ২৬ জন ও পাংশায় ২ জন ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৩ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমএমজেড/পিআর

আরও পড়ুন