ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

স্বামীর নির্যাতনে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের মিজানুর রহমানের মেয়ে জেসমিন বেগম টুনির (২৮) মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে টুনির মা বেবী আক্তার কালীগঞ্জ থানা পুলিশের কাছে এ অভিযোগ করেন। বিকেলেই ঘাতক স্বামী আনোয়ার হোসেনকে (৩৫) স্থানীয়রা আটক করে টঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক আনোয়ার হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ সদর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
 
পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, কিছু দিন আগে আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের টুনিকে বিয়ে করে। আনোয়ার টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এছাড়া নানা অজুহাতে আনোয়ার তার স্ত্রীকে মারপিটও করতেন।

বুধবার সকালে টুনিকে আবারো মারধর করে আনোয়ার। এরপর তার অবস্থা খারাপ দেখে আনোয়ার টুনির মাকে ফোন করে তার অসুস্থতার কথা জানায়। টুনির মা তাকে টঙ্গী থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে তার মরেদেহ বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। নিহতের প্রাথমিক সুরাতহাল রিপোর্ট অনুযায়ী তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, টঙ্গী এলাকা থেকে স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে টঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

আনোয়ার হোসেনকে আটকের ব্যাপারে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছি। এতে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে যেহেতু তারা টঙ্গী এলাকায় থাকত এবং আসামিকে টঙ্গী থানা পুলিশ আটক করেছে, তাই মামলা টঙ্গী থানায় হবে।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি