ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে তিন শিকারি আটক

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছে। বুধবার ভোররাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন কচিখালী অভায়রণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ফতেহ আলীর ছেলে সাইদুল ইসলাম (২২) একই এলাকার সিদ্দিকুর রহমানের দুই ছেলে আশিকুর রহমান সবুজ (২৮) ও শুভ মিয়া (২৪)।

এর আগে মঙ্গলবার সুন্দরবনের ধাবরি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় মহসীন মোল্লা (৬০) ও তার ছেলে মাসুদ মোল্লাকে (৩০) একটি  ডিঙ্গি নৌকা ও মাছ নিধনের বিষসহ আটক করেছিল বনবিভাগ।

বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল বনরক্ষী সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। আটকরা ওই সময় হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি বন বিভাগের। পরে তাদের কাছ থেকে ৬৫টি নাইলনের তৈরি হরিণ ধরার ফাঁদ একটি দা ও একটি চাপাতি উদ্ধার করে বনরক্ষীরা। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, বনবিভাগ।

এমএএস/আরআইপি