রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন অধ্যাপক মোজাফফর আহমদ
উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুজিবনগর সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মোজাফফর) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্টীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। রোববার বাদ জোহর কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামের নিজ বাড়ির সামনে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টায় কুমিল্লার টাউন হল মাঠে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে চতুর্থ ও শেষ জানাজার পর তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।
কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষে হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা ন্যাপ, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
দেবিদ্বারে জানাজার সময় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, জাপা নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ন্যাপ নেতা জি এম কবির, আবদুল্লাহ আল কাফি রতন, সফিক শিকদার, মোশতাকুর রহমান ফুল মিয়া, চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবদুল হাকিম, মরহুমের ছোট ভাই খোরশেদ আদমেদ।
পরে রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, দেবিদ্বার প্রেসক্লাব, জাফরগঞ্জ মীর আবদুল গফুর বিশ্ববিদ্যালয় কলেজ, জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদালয় কলেজ, এলাহাবাদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
গত শুক্রবার ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
মো. কামাল উদ্দিন/এমবিআর/পিআর