ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছে ধাক্কা খেল নৈশকোচ, প্রাণ গেল হেলপারের

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৪ আগস্ট ২০১৯

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকের সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে জগন্নাথপুর বি-আখড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া প্রাথমিক বিদ্যালয়ের (বন বিভাগ কার্যালয়) সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কোচের হেলপার ইউসুফ (৩৮) মারা যান। ইউসুফের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।

ওসি আশিকুর রহমান জানান, আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

এফএ/জেআইএম

আরও পড়ুন