ভ্যানিটি ব্যাগে মিলল ২৫ বোতল ফেনসিডিল
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মীম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেন থেকে তাকে আটক করা হয়।
আটক মীম বাগেরহাটের মোল্লার হাট উপজেলার খালিশপুর গ্রামের মৃত হুমায়ন কবীরের মেয়ে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্যরা বেনাপোল রেলস্টেশন এলাকায় বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেনে তল্লাশির সময় মীম নামে ওই নারীর কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে। এ সময় ভ্যানিটি ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি একই পদ্ধতিতে ইতিপূর্বে বহুবার ফেনসিডিল পাচার করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
জামাল হোসেন/আরএআর/পিআর